করোনা রোগীর জন্য আইসিইউ চালু করছে গণস্বাস্থ্য

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা রোগীদের জন্য ১৫টি সহ সর্বাধুনিক সুবিধাসহ ৪১ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিট তৈরি করছে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। যার মধ্যে নীচতলায় সম্পূর্ণ পৃথকভাবে কোভিড-১৯ রোগীদের জন্য ১৫ শয্যার একটি ইউনিট থাকবে। এই আইসিইউ ইউনিট চলতি মাসেই উদ্বোধন করা হবে।
বুধবার (৮ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গির আলম বলেন, ৪১ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের মধ্যে নীচতলায় করোনা রোগীদের জন্য ১৫ শয্যার সম্পূর্ণ আলাদা একটি ইউনিট তৈরি করা হবে। করোনা আইসিইউ ইউনিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
তিনি আরও বলেন, করোনা ইউনিটে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে মূল হাসপাতাল থেকে সম্পূর্ণ আলাদা। মূল হাসপাতালের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না করোনা ইউনিটের। আসন্ন কোরবানির ঈদের আগেই করোনা আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. অধ্যাপক নাজিব মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালের নতুন কিডনি ট্রান্সফারেন্ট ইউনিটে অত্যাধুনিক ইলেক্ট্রনিক (কম্পিউটারাইজড) বেড ছাড়াও উন্নত দেশগুলোর হাসপাতালের মতো সব সুযোগ-সুবিধা থাকবে।
এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল রোগীদের কম পয়সায় উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্বমানের আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হচ্ছে।
Related News

দেশে করোনা ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে তৈরির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন একটি ‘সলিউশন’ বের করার দাবি করেছেন বাংলাদেশRead More

শালগমে ৭ উপকার
স্বাস্থ্য ডেস্ক: শীতকাল সবজির মৌসুম। এসময়ে বাজারে হরেক রকম সবজির পসরা বসে। দামও থাকে নাগালেরRead More
Comments are Closed