Main Menu
শিরোনাম
ওসমানীর ল্যাবে আরো ১৯ জনের করোনা শনাক্ত         মামাতো ভাইয়ের ‘ধর্ষণে’ মা হলো কিশোরী         সিলেটে একদিনে আরো ৫১ জন শনাক্ত, সুস্থ ৪৬         বালাগঞ্জে পাশবিকতার অভিযোগে প্রবাসী আটক         সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২,৫৩১, মৃত্যু ২১৬         মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংর্ঘষে নিহত ১         সিলেটের দুই ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত         করোনায় মৃতদের লাশ দাফন করছে প্রতিশ্রুতি দাফন টীম         বিশ্বনাথে করোনায় ব্যবসায়ীর মৃত্যু         সিলাম হাজীপুরে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন         সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত         বড়লেখায় ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল        

সাংবাদিক একুশ তাপাদার করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংবাদিক একুশ তাপাদার। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্তের তথ্য জানা যায়।

এ তথ্য নিশ্চিত করে একুশ তাপাদার বলেন, দুদিন আগে জ্বর হয়েছিলো। এরপর সন্দেহবশত গত ১৬ জুন আমি নমুনা জমা দেই। ১৮ জুন আমার রিপোর্ট পজিটিভ আসে।

তবে এখন সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে জানান একুশ।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের বাড়ি সিলেটে। গত ৮ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশের মা মারা যান। এরপর থেকেই তিনি সিলেটে আছেন।

ডেইলি স্টারে যোগ দেওয়ার আগে সিলেটটুডে টোয়েন্টিফোর’র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন একুশ তাপাদার।

0Shares

Related News

Comments are Closed