Main Menu

শাবির ল্যাবে আরো ৬ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে শনিবার (২৩ মে) সিলেটের আরও ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০২টি নমুনা জমা হয়। এর মধ্যে ৯১টির পরীক্ষা করা হয়েছে। এই ৯১টির মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়।

শনিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ১০২টি নমুনার মধ্যে ১১টি নমুনা নষ্ট হয়ে গেছে।

একই দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ১৮০টি স্যাম্পল পরীক্ষা করে ১৮টি পজিটিভ আসে। এছাড়া এদিনই সিলেট বিভাগের হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের পরীক্ষার প্রতিবেদন ঢাকা থেকে পাঠানো হয় বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৫ জন, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ১৫৯ ও মৌলভীবাজার জেলায় ৮৮ জন।

Share





Related News

Comments are Closed