Main Menu

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক এলাকায় যাত্রীবাহী বাসের সাথে লবণবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

হাইওয়ে পুলিশ নন্দীগ্রাম থানার কুন্দারহাট ফাঁড়ি ইনচার্জ ইয়ামিন উদ দৌলা এ তথ্য নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় জানাতে পারেননি।

তবে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে একই উপজেলার মহিপুর জামতলায় ভোর সাড়ে ৫টায় নওগাঁগামী লবন বোঝাই ট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত মৃদুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁচড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন ইসলাম জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0Shares

Related News

Comments are Closed