Main Menu

পঞ্চগড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের মাগুরমারিতে বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, মাগুরমারি চৌরাস্তার আমতলী এলাকায় একটি ইজিবাইক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আশপাশের লোকজন দ্রুত ইজিবাইকে আটকেপড়া লোকজনের উদ্ধার করতে গেলেও তার আগেই মারা যান পাঁচজন। আহত হন ইজিবাইকের আরও এক যাত্রী।

স্থানীয়রা ছাড়াও উদ্ধার কাজে অংশ নেয় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনার পর ট্রাকের সামনের অংশে ঢুকে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিবুল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

0Shares

Related News

Comments are Closed