Main Menu

ঢাকার ২ সিটির নির্বাচন জানুয়ারিতে

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচনের তফসিল ১৫ নভেম্বরের পর ঘোষণা করা হতে পারে। দুই সিটিতে একই দিনে ইভিএমে ভোট হবে বলেও জানান তিনি।

মো. আলমগীর বলেন, ঢাকা দুই সিটির নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে হবে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে।

সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

Share





Related News

Comments are Closed