সিলেটে ১২ ঘন্টায় ২৭.৮ মিলিমিটার বৃষ্টি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার সারাদিনই সিলেটের আকাশ ছিল মেঘলা। দেখা মেলেনি সূর্যেরও। মঙ্গলবারের মতো টানা বৃষ্টিপাত না হলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল। নগরীর বিভিন্ন সড়কের উভয় পাশে খোড়াখুড়ি চলমান থাকায় কাদা-পানিতে একাকার হয়ে গেছে সড়ক। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ১২২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টা সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাথে হালকা ও মাঝারি বৃষ্টিপাতও হবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতও থাকবে।
বুধবার সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ; যা সন্ধ্যা ৬টায়ও অপরিবর্তিত ছিল। রাতের আদ্রতাও অপরিবর্তিতও থাকবে। বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্থ হয়েছে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।
Related News

প্রবাসী পরিচয়ে তরুণীর সর্বনাশ, প্রতারক গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : নিজেকে ফ্রান্স প্রবাসী পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করে তরুণীর বড়বোনের কাছRead More

সিলেটে ১ হাজার ৪০৬ গৃহহীন পেলেন নতুন বাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকার ভূমি ও গৃহহীন ১ হাজার ৪০৬টিRead More
Comments are Closed