Main Menu

মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: মান নিয়ন্ত্রণ ছাড়াই ওষুধ উৎপাদন করে বাজারজাত করার অপরাধে মডার্ন হারবাল গ্রুপকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুলাই) রাজধানীর ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়েছে।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, মডার্ন হারবালের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এর কোনোটারই মেয়াদ নেই। এছাড়া কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে অভিযান চালিয়ে দেখা গেছে, এখানে সাত থেকে নয় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে এমন রাসায়নিকও আছে।

তিনি জানান, কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। একই ল্যাবে খাবারের মান নিয়ন্ত্রণ ও জীবন রক্ষাকারী ওষুধের মান নিয়ন্ত্রণ যাচাইয়ের কোনো সুযোগ নেই। অথচ প্রতিষ্ঠানটি একই ল্যাবে এমনটাই করে আসছে।

অভিযানে র‍্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed