Main Menu

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক দুটি জায়গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শিবপুর উপজেলার সবুজপাহাড় ডিগ্রি কলেজের সামনে বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ নরসিংদী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, উপজেলার কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার লাশটিও একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

তিনি জানান, নিহতদের মধ্যে আশিকুর রহমান সুমন নামে একজন সাংবাদিক রয়েছেন। তিনি মাতৃকণ্ঠে কাজ করেন। তার গ্রামের বাড়ি ভোলার চসিমুদ্দিনে। লাশের পাশে পড়ে থাকা পরিচয়পত্র থেকে এসব তথ্য জানা গেছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

0Shares





Related News

Comments are Closed