Main Menu

জগন্নাথপুরে ৪ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাহে রমজান উপলক্ষে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল ১১ টায় স্থানীয় পৌরশহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা কালে জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রিফাত এন্ড কোম্পানী খেজুরের প্যাকেটে মোড়ক না থাকায় ১০ হাজার টাকা, একি অপরাধে আশা ট্রেডার্স, হাবিব ট্রেডার্স উভয় প্রতিষ্টানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়াও মুসলিম সুইটমিটকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর জন্য ২ হাজার টাকা জরিমানাসহ অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিনষ্ট করা হয়।

এসময় পৌরশহরকে যানজটমুক্ত করতে রাস্তায় অহেতুক গাড়িপার্কিং নিষিদ্ধ করা হয় এবং রমজান উপলক্ষে ফুটপাতে বসা অস্থায়ী ইফতারের দোকান উচ্ছেদ করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসয়ম উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. লতিফুল বারী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর থানার এস আই সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed