Main Menu

দোয়ারাবাজারে নিখোঁজের দুদিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে সালিশ ও সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিন (৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাঈন উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ চেলা নদীর রহিমেরপাড়া ভাঙাবাড়ি এলাকায় স্থানীয়রা মাঈন উদ্দিনের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এদিকে গত ২৮ এপ্রিল রোববার সন্ধ্যা থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তিনি নিখোঁজ ছিলেন বলে নিশ্চিত করেন নিহতের পরিবারের লোকজন। অপরদিকে তিনি এলাকার একজন সালিশ ব্যক্তিত্বসহ বিভিন্ন ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। এছাড়া প্রায় বছর ছয়েক আগে নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সম্মানজনক ভোট পান বলে স্থানীয়রা জানান। তবে স্থানীয়ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা না গেলেও এটিকে রহস্যজনক মৃত্যু বলে অনেকেই ধারণা করছেন।

উল্লেখ্য, ভাসমান অবস্থায় নিহতের হাতে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা ঝুলে থাকতে দেখা যায়।

দোয়ারাবাজার থানার পরিদর্শক (তদন্ত) সামসুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেইসাথে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed