Main Menu

পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (৮ এপ্রিল) থেকে মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। ১৪ শাবান দিবাগত রাতেই মুসলিম সম্প্রদায় পালন করে থাকে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার দেশের আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সভায় ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মুসলমানরা বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান মুসলমানরা। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকে।

শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল সোমবার সরকারি ছুটি।

0Shares

Comments are Closed