Main Menu

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের কম্পনে কেঁপে উঠে বাড়িঘর। নগরীর বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে এমন তথ্য জানান স্থানীয়রা।
সিলেট ভূমিকম্প অফিস জানায়, শুক্রবার রাত ১০টা ৫০মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কতো তা তাৎক্ষণিক  জানাতে পারেনি ভূমিকম্প অফিস।
নগরীর কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ নয়। এসময় আতংকে অনেকেই দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তাৎক্ষনিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ভূমিকম্পের পর ঝড়-বৃষ্টি হতে থাকে। নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাত ৮টা ১ মিনিটে সিলেটে মৃদু ভ’মিকম্প অনুভূত হয়।

Share





Comments are Closed