Main Menu

হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রæত ত্রাণ পৌছানোর দাবীতে ২৬ এপ্রিল বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাঃ মুয়াজ্জেম হোসেন খান। “দুর্গত এলাকা ঘোষণা করতে হলে উক্ত এলাকার ৫০ শতাংশ মানুষকে মারা যেতে হবে”- ত্রাণ সচিবের এ ধরনের বক্তব্যে কঠোর সমালোচনা করে প্রধান অতিথি ডাঃ মুয়াজ্জেম হোসেন খান বলেন, এমন বক্তব্য কোন দায়িত্বশীল ব্যক্তি বলতে পারে না।
প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদ্লু হাসান পাচঁটি দাবি জানান। দাবীগুলো হচ্ছে- ১. হাওড় অঞ্চলকে দ্রæত ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে ক্ষতিগ্রস্থ কৃষকদের জরুরী পুনর্বাসন করতে হবে। ২. দুর্গত এলাকার শিক্ষার্থীদের সকল প্রকার ফি মওকুফসহ শিক্ষার সকল ব্যয় সরকারকে বহন করতে হবে। ৩. হাওড় এলাকার সমস্যার স্থায়ী সমাধাণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৫. সরকারের পাশাপাশি বিত্তবানসহ সকলকে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রনি, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক অলিউর রহমান, কওমী মাদরাসা বিষয়ক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক মাসরুর দাইয়ান, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed