সিলেট-১ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থী স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ১০ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দেন।
সিলেট-১ (সিলেট নগর ও সদর উপজেলা) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান মনোনয়ন দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাসদের প্রণব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল গ্রহণ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলেমে দ্বীন মাওলানা এফ কেRead More
এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক শহীদRead More



Comments are Closed