সিলেট-৩: এম এ মালিকের প্রার্থীতা স্থগিত, বাতিল মোস্তাকিম-বাকরের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিকের প্রার্থীতা স্থগিত করছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট কাগজপত্র দেখাতে না পারায় সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই আসনে এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করেছে।
নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামীকাল রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি।
Related News
সিলেটে শীত ও কুয়াশা আরো বাড়বে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে শীত ও কুয়াশা আরও বাড়তে পারে বলেRead More
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ইউনিয়নRead More



Comments are Closed