গণমাধ্যম আক্রান্তের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগ্নিসংযোগ এবং প্রথম আলো সিলেট কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
গণমাধ্যম আক্রান্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটে। এরপর সিলেটেও প্রথম আলোর ব্যুরো অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অথচ বলা হয়ে থাকে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই হিসেবে অন্তর্বর্তী সরকারকেই সাংবাদিক ও সংবাদপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ক্লাব নেতৃবৃন্দ।
Related News
সিলেটে সাংবাদিক আনিস রহমানের মায়ের ইন্তেকাল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনRead More
গণমাধ্যম আক্রান্তের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগ্নিসংযোগRead More



Comments are Closed