হবিগঞ্জে মাকে হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে ধরলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্বব আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আঙ্গুরা বেগম নামের এক নারীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার ছেলে ফজল মিয়া। হত্যার পর ঘরের ভেতরে দেহ ও বাইরে মাথা রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত মামলার রায়ে ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে র্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে ফজল মিয়াকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, প্রেমিক গ্রেপ্তার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক মামুন মিয়াকে (২৮) গ্রেপ্তারRead More
হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আসামি গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় আসামিকে ৭২Read More



Comments are Closed