Main Menu

লাক্কাতুরায় দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় ও উঠান বৈঠক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সকল চা-বাগানের শ্রমিকদের জন্য ইবনে সিনা হাসপাতালে আলাদা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

Manual1 Ad Code

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চা শ্রমিকরা অবহেলিত হয়ে আসছেন। তারা পরিশ্রম বেশি করেন, কিন্ত সে অনুযায়ী পারিশ্রমিক পান না। আপনারা অসুস্থ হলে সঠিক চিকিৎসা পান না। যার কারণে নানা রোগে আপনাদের ভুগতে হয়। এজন্য আপনারা যাতে বিনামূল্য ভালো চিকিৎসা পান, সেজন্য ইবনে সিনা হাসপালে আপনাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করে দেবো। আর আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত হলে আপনাদের সকল সুযোগ-সুবিধার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেট নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরায় দাঁড়িপাল্লার সমর্থনে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual2 Ad Code

হাফেজ ফরিদ আহমদের সভাপতিত্বে, মারুফ আহমদ চৌধুরী ও নুরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগরীর বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, চা বাগান থেকে লোটন গোয়ালা, বিক্রম রায়, সমাজসেবী মতিউর রহমান আহাদ, সামসুল ইসলাম, আব্দুর রহমান সুমন, মো: সুরজ আলী, মো: জিহাদ হোসেন, মো: মতিন, মো: ইউনুস মিয়া ও মোহাম্মদ কামাল হোসেন প্রমূখ।

Manual8 Ad Code

এর আগে এদিন বিকেলে নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, ৪নং ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সায়েফ বখত চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ চৌধুরী, ছাত্রশিবিরের বিমানবন্দর থানা সেক্রেটারী লুৎফুর রহমান, ৪নং ওয়ার্ড শিবিরের সভাপতি গোলাম হাফিজ সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবী মেহেদী মজুমদার, উম্মুল কুররা মাদ্রাসার পরিচালক আহমেদুল হক উমামা, হাউজিং এস্টেট এলাকার সভাপতি নুরুজ্জামান কফিল এবং এলাকাবাসীর মধ্যে ছিলেন তাকিম রাজা চৌধুরী, ডা. তাহমিদ আব্দুল্লাহ চৌধুরী, ডা. খালেদ রকিব, সৈয়দ সাকির আহমদ, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন প্রমূখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code