প্রবাসী সম্মাননা-২০২৫ এর জন্য আবেদন আহ্বান সিলেট জেলা প্রশাসনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিবস দু’টি উদ্যাপনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে “প্রবাসী সম্মাননা ২০২৫” প্রদান করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে “প্রবাসী সম্মাননা-২০২৫” প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সিলেট জেলার প্রবাসী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
যেসব ক্যাটাগরিতে আবেদন করা যাবে;
প্রবাসী সম্মাননা ২০২৫ এর জন্য ৬ টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। ক্যাটাগরিগুলো হচ্ছে, ক) সফল পেশাজীবি, খ) সফল ব্যবসায়ী, গ) সফল কমিউনিটি নেতা, ঘ) সফল নারী উদ্যোক্তা, ঙ) খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং চ) বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
আবেদনের পদ্ধতি
গুগল ফর্ম পূরণের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে উপরের ছয়টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। https://tinyurl.com/4f2mnh8t ওয়েব এড্রেসে ভিজিট করে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া কেউ ইমেইলের মাধ্যমে আবেদন করতে চাইলে adceduictsylhet@mopa.gov.bd তে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে। আবেদনে অবশ্যই প্রার্থীর প্রবাসে বর্তমান ঠিকানা, সিলেটে স্থায়ী ঠিকানা এবং হোয়াটস অ্যাপ (WhatsApp) এ যোগাযোগের নাম্বার উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। এ তারিখের পর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
Related News
সিলেটে বাচ্চাসহ কুকুর নিখোঁজ, সন্ধান দাবিতে মানববন্ধনের আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে প্রিয় কুকুর ‘বজো’ ও তার পরিবারRead More
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে সিলেটে শিবিরের বিক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানRead More



Comments are Closed