Main Menu

সিলেটে বিএনপিতে যোগ দিলেন ৮১ জন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোরের আলো-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮১ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে যোগ দিয়েছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজারে বিএনপির নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের অফিসে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে আলতাফ হোসেন সুমনের হাত ধরে ভোরের আলোর এই ৮১ সদস্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তৃতাকালে আলতাফ হোসেন সুমন বলেন, ‘আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছেন। আপনারা কেবল একটি রাজনৈতিক দলে যোগ দেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আপনাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে—দেশের মানুষ এখন স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়, আর বিএনপিই সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।’

স্থানীয় রাজনীতিতে এই যোগদানকে বিএনপির একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ভোরের আলোর ৮১ সদস্যের একযোগে যোগদান বিএনপির স্থানীয় সংগঠনকে নতুন উদ্যম দেবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code