হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিতই ছিলেন। তবে, দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি ম্যাসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, এটাই হয়তো আমার শেষ চাওয়া।
নাঈমের সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়দাবাদ এলাকায় রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনুরোধ করছি, যদি কেউ তাকে দেখে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।
Related News
হঠাৎ করে যে জরুরি নির্দেশনা দেওয়া হল পুলিশকে
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইলRead More
হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) থেকেRead More



Comments are Closed