হবিগঞ্জে সৌদি আরবের কোরবানির গোস্ত বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৌদি আরব সরকারের সহযোগিতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলায় মোট ৩০টি এতিমখানা ও মাদরাসায় সৌদি আরব থেকে প্রাপ্ত কোরবানির গোস্ত বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর মামুন, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সৌদি আরবের “আল-আদাহি প্রকল্প”-এর মাধ্যমে প্রতিবছর হজের সময় কোরবানিকৃত পশুর গোস্ত বিশ্বের বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাতেও বরাদ্দ পাওয়া গোস্ত এতিমখানা ও মাদরাসাগুলোর মাঝে বিতরণ করা হয়।
কোরবানির গোস্ত পেয়ে এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা সৌদি সরকার, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এইRead More
হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তারRead More



Comments are Closed