‘আমার দেখা সৌদী আরব’ বইয়ের মোড়ক উন্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের সম্যক ধারনা ছাড়া মানুষের দৃষ্টির ধোঁয়াশা ও অন্ধকার বিদ‚রিত করা সম্ভব নয়। লেখালিখির অধ্যবসায় ও সাহিত্যের নিয়মিত চর্চা ব্যক্তির চিন্তালোক, জীবনাচরণকে আলোকিত ও সমৃদ্ধ করে। লেখক আব্দুল হান্নান তাপাদারের আজকের প্রকাশিত “আমার দেখা সৌদি আরব” বইটি দ‚র আরবের একটি দেশ ও জাতীর নানা অজানা তথ্য পাঠক সমাজের সামনে সহজে তুলে ধরতে সক্ষম হয়েছে। বইটি খুবই তত্ত্ববহুল ও গুরুত্বপ‚র্ণ। যেখানে পবিত্র মক্কা-মদীনা তথা হারামাইন শরীফাইন এবং মুসলিম ঐতিহ্যের হাজার বছরের মুল্যবান তথ্যকথা সন্নিবেশিত হয়েছে। আমি এই বইয়ের সার্থক পাঠ ও লেখকের মঙ্গল কামনা করছি।
লেখক গবেষক আব্দুল হান্নান তাপাদার রচিত “আমার দেখা সৌদীআরব” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আখলাক আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বিশিষ্ট আলেম মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্য নির্বাহী কমিটির সদস্য কবি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জামিয়া দারুল ফালাহ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লেখক আব্দুল হান্নান তাপাদার বলেন, “প্রায় ৩৫ বছরের সৌদীআরব বসবাসের অভিজ্ঞতার আলোকে সীমাহীন শ্রম ও প্রচেষ্টায় “আমার দেখা সৌদীআরব” বইটি রচনা ও প্রকাশনা শেষ করতে পেরে আমি আল্লাহর শোকরিয়াহ আদায় করছি। তিনি অনুষ্ঠানে আগত অতিথি, শ্রোতা এবং এই বইটি রচনা ও প্রকাশনায় যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রবাসী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মাসুদ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা সাইফুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ, দারুননাজাত মডেল মাদরাসার পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, জাতীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ সিলেট শাখার পরিচালক খসরুল আলম প্রমুখ।
Related News
‘আমার দেখা সৌদী আরব’ বইয়ের মোড়ক উন্মোচন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদRead More
ছড়াকার দেলোয়ার হোসেন দিলুর ছড়াগ্রন্থ “আমাদের পোলাপান” এর প্রকাশনা সম্পন্ন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক এবং সিলেট মদন মোহনRead More



Comments are Closed