Main Menu

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দৌলতপুরের পারভেজসহ জোড়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

রায়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকা‌রী শুভন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে সুপর্না সাহাও মারা যান। এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি বলেন, এ মামলায় ৯ জন আসামি ছিল। যার মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code