Main Menu

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ৯৬৪

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: গেল সেপ্টেম্বর মাসে সারা দেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৬৪ জন। এরমধ্যে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত হন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Manual3 Ad Code

সংগঠনটির তথ্যমতে, গত মাসে সড়ক, রেল ও নৌপথ—তিন খাতে মোট ৫৬৭টি দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত ও ৯৮২ জন আহত হয়েছেন।

এর মধ্যে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নৌপথে ১৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের, আহত হয়েছেন ১৫ জন, নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

Manual1 Ad Code

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সড়কে। সেপ্টেম্বর মাসে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৮৯ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ৬৪ ও আহতের ১৯ দশমিক ৫০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১২২ জন নিহত ও ২১৬ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—২২টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন পুলিশ সদস্য, একজন সেনা সদস্য, একজন মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, একজন চিকিৎসক, ১২৬ জন চালক, ১০২ জন পথচারী, ৬৭ জন নারী, ৪৯ জন শিশু, ৫৬ জন শিক্ষার্থী, আটজন পরিবহন শ্রমিক, আটজন শিক্ষক ও সাতজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code