ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস শাহপুর হরিতলা এলাকায় পৌঁছালে আরেকটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ১৫ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর। বাসটি উদ্ধার করা হয়েছে, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Related News
নবীগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে খুন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদেRead More
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-লস্করপুর রেলসেকশনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েRead More



Comments are Closed