Main Menu

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ কমিটি গঠন

Manual6 Ad Code

সালেহ আহমদ (স’লিপক): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

সংস্থার সুদুর প্রসারী কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে সম্প্রতি সংস্থার কার্যালয়ে এক জরুরি সভায় সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু।

সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় এবং কিশোরদের মধ্যে তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে দশম শ্রেণির শিক্ষার্থী তীর্থ দাশকে সভাপতি, নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত। ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code