Main Menu

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, ছাতকে যুবলীগ নেতা কারাগারে

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক বক্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আমতর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে।

Manual7 Ad Code

পরে বুধবার দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে, আদালত তাঁকে কারাগারে প্রেরণ করেন।

গ্রেপ্তার আমতর আলী জাউয়াবাজার ইউনিয়নের আবিদপুর গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতর আলী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক বিষয়ে বিভিন্ন মন্তব্য ও মতামত প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটি পোস্ট দেন এবং বিরোধী দলের সমালোচনা করেন, যা স্থানীয়ভাবে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, “ফেসবুকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য প্রচারের অভিযোগে আমতর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

Manual5 Ad Code

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপটি ছিল সময়োপযোগী, আবার অন্য একটি অংশ বলছে— বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, আমতর আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code