সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ শাহান আহমদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোগলাবাজার মেইন রোডের পূর্বপাশে ধানহাটা রাস্তার মুখ এলাকায় অভিযান চালিয়ে শাহানকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মোগলাবাজার থানার উপপরিদর্শক (নিঃ) নূর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেফতার শাহান আহমদ মোগলাবাজার এলাকার রফিক মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের পিসিপিআর যাচাইয়ে জানা গেছে, শাহানের বিরুদ্ধে মাদক, গণধর্ষণ, চুরি ও চোরাই মাল গ্রহণসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ও নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।”
Related News
শাবিপ্রবিতে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) র্যাবিসমুক্ত, নিরাপদ ওRead More
সিলেটে দেওয়ানি আদালতে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয়Read More



Comments are Closed