ফুলবাড়ীতে সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন—উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫)। অপরজন কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে কনিকা রানী নামে এক গৃহবধূ রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই দিনে, কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে বুলবুলি বেগম নামে এক গৃহবধূকে সাপে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কত্যর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে যাওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করেন।
অন্যদিকে গত রোববার দিবাগত রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী মাটির ঘরের মেঝেতে গর্ত দেখতে পেয়ে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করে। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মারা যান।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী তবেই একজন রোগীর শরীরে এন্টিভেনাম প্রয়োগ করা হয়। সাপে কাটা দুজন রোগীর অবস্থা খুব বেশি খারাপ ছিল।
Related News
আগাম শীতে লেপ তোষক কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে
Manual5 Ad Code মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা বলে খ্যাত দেশেরRead More
পঞ্চগড়ের উত্তরের আকাশে উঁকি দিচ্ছে অপরুপা শুভ্র কাঞ্চনজঙ্ঘা
Manual8 Ad Code মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: এখন হেমন্তকাল। হেমন্তে সাদা শুভ্র মেঘRead More



Comments are Closed