Main Menu

ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানিয়েছেন মাওলানা আব্দুর রকিব

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাসে পূর্ণ নিরাপত্তা প্রদান করা এবং ইসরায়েলি ইহুদিদের সব ধরণের পণ্য বর্জন করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রকিব।

রবিবার (১৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সময়ে ইহুদিরা বিশ্বের মুসলমানদের উপর জুলুম-নির্যাতনের মাধ্যমে ফিলিস্তিনের নিরীহ মুলমানদেরকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। মুলসমানদের শত্রুদের মোকাবেলায় বর্তমান বিশ্বের ইরান, পাকিস্তান, তুরকী, লেবানন, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত কাতারসহ ওআইসির অন্তর্ভূক্ত সকল মুসলমান দেশকে ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের জুলুম থেকে উদ্ধার করা সকল মুসলমাদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন, বিশ্বের সকল মুসলিম দেশে ইসরায়েলি ইহুদিদের সর্বপ্রকার পণ্য বর্জন করা আবশ্যক। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed