সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে নিরাপত্তায় পুলিশের ১৭ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিবুর রহমান।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক মধ্যনগর থানাধীন ৭৫টি পর্যটকবাহী নৌকা চলাচল করে। তাই টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, নৌচালক ও পর্যটকরা এই নির্দেশনা মেনে চলবেন এবং হাওরের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করবেন।
তিনি জানান, হাওরের পরিবেশ সংরক্ষণ, নৌদুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ কমানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। এ জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।
নির্দেশনাসমূহ হলো—
১. নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
২. নৌযান চলাচলের সময় ও পানিতে নামার আগে সকল যাত্রী ও নৌচালককে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে হবে।
৩. বিরূপ আবহাওয়ায় হাওরে ভ্রমণ নিষিদ্ধ।
৪. যাত্রার কমপক্ষে ৬ ঘণ্টা আগে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল- ০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।
৫. স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৬. প্রতিটি নৌযান ও ঘাটে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে।
৭. নির্ধারিত স্থান ছাড়া কোথাও আবর্জনা ফেলা যাবে না।
৮. স্থলভাগের নিকটবর্তী অবস্থানে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ।
৯. নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ১০. ব্যক্তিগত মালামাল ও অর্থের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। নোঙর স্থলে অপরিচিত ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে।
১২. গ্যাস সিলিন্ডারের সংযোগ লিক রয়েছে কি না, তা যাচাই করতে হবে। ১৩. বিআইডব্লিউটিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে।
১৪. ব্যবহৃত জেনারেটরের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
১৫. নৌযানে অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে।
১৬. আবহাওয়ার খবর জানার জন্য রেডিও রাখতে হবে।
১৭. শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
এর আগে, গত মঙ্গলবার (১০ জুন) টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সব হাউজবোট ও লোকাল বোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে একশ্রেণির পর্যটক তাদের ভাড়ায়চালিত নৌকাতে ডাম্পসেট ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনা করছে। এর ফলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
Related News

জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল কসুরRead More

ভাড়া দিতে দেরি, পরিবারকে ঘরবন্দী করলেন বাড়ির মালিক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়ায় ভাড়া পরিশোধ করতে তিন দিন দেরি হওয়ায় শিক্ষার্থীসহRead More
Comments are Closed