সুনামগঞ্জে সীমান্ত থেকে ভারতীয় ৯টি গরু আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া সীমান্তের শাহপুর এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা ৯টি ভারতীয় গরু আটক করে।
বিজিবি জানিয়েছে, আটককৃত ৯টি গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তের ইদুকোনা এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গরুগুলো জব্দ করেন।
Related News

জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল কসুরRead More

ভাড়া দিতে দেরি, পরিবারকে ঘরবন্দী করলেন বাড়ির মালিক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়ায় ভাড়া পরিশোধ করতে তিন দিন দেরি হওয়ায় শিক্ষার্থীসহRead More
Comments are Closed