Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

সালেহ আহমদ (স’লিপক): কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরিত সিলিন্ডারের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করে।

বুধবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

তিনি জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠতেছিল। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed