ছাতকে বিএসএফের পুশইন করা ১৬ জনের পরিচয় মিলেছে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের পরিচয় পাওয়া গেছে।
বুধবার (২৮ মে) ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
খবর পেয়ে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।
পুশইন করা ১৬ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০), ছেলে মো. হাসান আলী (১১)। একই গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছা. রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মো. হাসানুর (২২), মো. মিজানুর (১৬) ও মকুল (০৮)। কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মো. আতাউর (২৫), তার স্ত্রী মোছা. জান্নাতি (২২), ছেলে মো. জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মো. নবী উল্লা হকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২)।
এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে বুধবার ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৬জনের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।
Related News

জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল কসুরRead More

ভাড়া দিতে দেরি, পরিবারকে ঘরবন্দী করলেন বাড়ির মালিক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়ায় ভাড়া পরিশোধ করতে তিন দিন দেরি হওয়ায় শিক্ষার্থীসহRead More
Comments are Closed