Main Menu

সিলেটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি এফ এ, সিলেট) এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ১০টি ক্লাবের অংশগ্রহণে ‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’ এর উদ্বোধন হয়।

সোমবার বেলা (২৬ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসীম গগণে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে উক্ত লীগের উদ্বোধন করেন সিলেটের জেল প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের চীফ পেট্রন মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য মোঃ সাদেক আহমদ, মহিউদ্দিন রাসেল ও মোঃ আজিজুর রহমান, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই ও সম্পাদক রাফায়াত মালিক রাফি, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মানিক ও সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, নাসির উদ্দিন, মির্জা মোঃ সম্রাট হোসেন, রাজা চৌধুরী, সোহেল রানা, রিয়াজ উদ্দিন ও মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রাক্তন ক্রীড়াবিদ ও ফুটবল কোচ প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, প্রাক্তন ক্রীড়াবিদ এন.কে.দে, প্রাক্তন ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, প্রাক্তন ক্রীড়াবিদ মোঃ দুলাল হোসেন, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য-সচিব আব্দুল আজিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, ফুটবল কোচ খালেদ আহমদ, সাবেক ক্রীড়াবিদ সায়েফুজ্জামান সায়েম, খালেদ আহমদ ও ইমতিয়াজ আহমদ জগলু প্রমুখ।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন সৈয়দ ফয়েজ আহমদ, গুলজার আহমদ, লুকু মিয়া ও মোঃ আব্দুল বাসিত।

উদ্বোধনী ম্যাচে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে দি এইডেড হাই স্কুল, সিলেটকে হারিয়ে বিজয়ী হয়।

ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব এর ৯ নং জার্সিধারী খেলোয়াড় নাইম।

খেলা শেষে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন প্রাক্তন ক্রীড়াবিদ ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমদ ও আবুল কাশেম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

Share





Related News

Comments are Closed