গণঅভ্যুত্থান: সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গণমাধ্যমের কাছে পাঠানোএক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।
আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু) সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।
তালিকায় দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ২১ জন করে; বগুড়া ক্যান্টনমেন্টে সাতজন; কুমিল্লা ক্যান্টনমেন্টে ২৫ জন; ঘাটাইল ক্যান্টনমেন্টে তিনজন; যশোর ক্যান্টনমেন্টে ছয়জন; খুলনা ক্যান্টনমেন্টে ৭ জন; ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ৯ জন; রাজশাহী ক্যান্টনমেন্টে ২৭ জন; রংপুর ক্যান্টনমেন্টে একজন; সিলেট ক্যান্টনমেন্টে ১৫ জন আশ্রয় নেয়। বাকিরা সাভার ক্যান্টনমেন্টে আশ্রয় নেন।
সিলেট সেনানিবাসে আশ্রয় নেয়া ১৫ জন হলেন- তৎকালীন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদুল ইসলাম, গোয়াইনঘাটের সার্কেল এসপি সাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রফিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ, এসএমপি কমিশনার মো. জাকির হোসাইন খান, অতিরিক্ত কমিশনার মো. জুবায়েদ হোসেন (পরবর্তীতে সিলেট থেকে বদলী হয়ে ঢাকায় যাওয়ার পরদিন ৬ নভেম্বর মারা যান), সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক, এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপধ্যক্ষ মো. জামাল উদ্দিন ভূঁইয়া, সিকৃবি’র মো. আলাউদ্দিন আহমেদ, সিকৃবি’র অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল আওয়াল ও সিকৃবি’র সিকিউরিটি কর্মকর্তা মো. আব্দুল রাকিব।
কেন এই তালিকা প্রকাশ করা হল, সেই ব্যাখ্যায় আইএসপিআর বলেছে, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত ১৮ অগাস্ট ২০২৪ তারিখে আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে ১৯৩ জন ব্যক্তিবর্গের একটি তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও ১ জন এনএসআই সদস্য ব্যতীত) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়- যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয়প্রার্থী এসকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল।
Related News

নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না : জ্বলানী উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নতুন করে আর গৃহস্থালিতে গ্যাসসংযোগRead More

জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্যাস কুপ-১ এর কার্যক্রম অন্যত্র হস্তান্তর বন্ধকরণ এবং আবাসিকRead More
Comments are Closed