Main Menu

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে’

সিকৃবি সংবাদদাতা: সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগীতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

২৩ মে (শুক্রবার) সকাল ৯ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাণী সম্পদের খাদ্য চাহিদা পূরণে জীব বিজ্ঞান বিষয়ক গবেষণার বিকল্প নেই। তিনি বলেন মলিকুলার বায়োলজি বিষয়ে ছাত্র ছাত্রীদের স্কুল পর্যায় থেকে হাতে কলমে শিক্ষা দিতে হবে ।

উল্লেখ্য সারাদেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে ১১ অঞ্চলে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। এরমধ্যে সিলেট অঞ্চলে ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে সিলেট অঞ্চল থেকে আসা কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোর থেকেই মুখরিত ছিল।

Share





Related News

Comments are Closed