মাধবপুরে নিখোঁজের ১১দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১১দিনপর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) সকালে আখাউড়া-সিলেট রেল লাইনের মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার হয়।
পথচারী স্থানীয় লোকজন পঁচা গন্ধের কারণ খোঁজতে গিয়ে লাশের সন্ধান পায়। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে।
জানা যায়, গত ১৩ মে মঙ্গবার বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হয় উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ৫ সন্তানের জনক মো. ফারুক মিয়া।
ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজারে গিয়েছিল বাজার করতে। সে সময়ে একই এলাকার রুবেল নামে জনৈক ব্যক্তি ফারুকের মোবাইলে কল দিয়ে নিয়ে যায়। এর পর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং ফারুককে আর খোঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছে। আজ শুক্রবার লাশের খবর পেয়ে পচনধরা লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Related News

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দুই দিন বন্ধ থাকার পর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে বাস চলাচল শুরু হয়েছে।Read More

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।Read More
Comments are Closed