সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কুমারগাঁও এলাকায় লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া জামিল আহমেদ জালালাবাদ থানাধীন পূর্ব কালারুকা এলাকার গরিব উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান জানান, কুমারগাঁও বিদ্যুৎ অফিসের পাশে লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জামিল। দুপুরে হলের রুমে বিদ্যুৎস্পৃষ্টে আহত জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News

সিলেটে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তারRead More

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিনRead More
Comments are Closed