বিপদের প্রথম বন্ধু ‘ফার্স্ট এইড বক্স’

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিদিন ঘটে যাওয়া ছোটো-খাটো দুর্ঘটনা যেমন, কাটা-ছেঁড়া, ফোস্কা পড়া, পোকা-মাকড়ের কামড় ইত্যাদিতে ফার্স্ট এইড বক্স হতে পারে আমাদের বিপদের প্রথম বন্ধু।
ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন একটি ‘ফার্স্ট এইড বক্স’।
এর জন্য যা যা প্রয়োজন-
• একটি বক্স (ব্যবহৃত আইসক্রিমের বক্সটি কাজে লাগাতে পারেন)
• একটি এন্টিসেপটিক লিকুইড, অথবা ক্রিম
• ছোট একটি তুলার প্যাকেট
• এক রিম গজ
• একটি ছোট কেচি
• একটি সার্জিক্যাল টেপ
• কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড
• একটি ফরসেপ (চিমটা)
• ব্যথার ওষুধ (যেমন: প্যারাসিটামল)
• বমি বন্ধের ওষুধ (যেমন: ওমিডন)
• একটি বাম (ব্যথায় মালিশ করার জন্য)।
এই উপকরণগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনার বাসার কাছের কোনো ওষুধের দোকান থেকে। ফার্স্ট এইড কিটটি সব সময় আপনার হাতের কাছে রাখুন। ভ্রমণেও এটি আপনার সঙ্গী হতে পারে। ছোটো-খাটো দুর্ঘটনায় ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে এটি কাজে লাগিয়ে আপনি দুশ্চিন্তামুক্ত হতে পারেন।
Related News

হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যেসব ফল খেতে পারেন
লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমের জেরে অসুস্থতা বাড়ছে, আর এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন—রোদRead More

বিপদের প্রথম বন্ধু ‘ফার্স্ট এইড বক্স’
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিদিন ঘটে যাওয়া ছোটো-খাটো দুর্ঘটনা যেমন, কাটা-ছেঁড়া, ফোস্কা পড়া, পোকা-মাকড়ের কামড় ইত্যাদিতেRead More
Comments are Closed