মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দেয়ায় বন্ধুকে ছুরিকাঘাত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের ধরে বন্ধু ও সহপাঠীদের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গ্রুপের এডমিন, কলেজ ছাত্র দ্বীপ্রয় দেবনাথ (১৮)।
দ্বীপ্রয় উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের ছেলে ও স্থানীয় দোহালিয়া প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের (আইএ) ২য় বর্ষের ছাত্র।
রবিবার (১১ মে) সন্ধ্যায় একই ইউনিয়নের নলুরা গ্রামের গুলই বিবির বাড়ির পশ্চিমে আমন ধানের ক্ষেতে এই ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত দ্বীপ্রয়ের বন্ধু একই ইউনিয়নের হিম্মতেরগাও নিবাসী সজীব আহমদসহ চারজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন দীপ্রয়ের নিকটাত্মীয় একই গ্রামের রমেন্দ্র মোহন নাথ।
অভিযোগ সূত্রে জানা যায়, মাস কয়েক পূর্বে দ্বীপ্রয়সহ তার সহপাঠীরা ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খোলে। ওই গ্রুপের এডমিন দ্বীপ্রয় দেবনাথ। কিছুদিন পর অভিযুক্ত সজিবকেও ওই গ্রুপে যুক্ত করা হয়। সেই থেকে সজিবের অশালীন পোস্টের কারণে গ্রুপের সদস্যদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। পরবর্তীতে এডমিন দ্বীপ্রয় তাকে গ্রুপ থেকে রিমুভ করেন। এরই জেরধরে গ্রুপ থেকে বাদ দেওয়ার বদলা নিতে এডমিন দ্বীপ্রয়ের সাথে সু-কৌশলে আবারো গভীর সম্পর্ক গড়ে তুলেন সজীব। ওই সুবাদে ফেসবুকে চ্যাট করে সজীব রবিবার সন্ধ্যায় দ্বীপ্রয়কে ঘটনাস্থলে ডেকে নেয়। সম্পর্কের টানে বন্ধুর আহ্বানে দ্বীপ্রয় সরলমনে ঘটনাস্থলে পৌঁছামাত্র সজীবসহ তার সঙ্গীয়রা সশস্ত্র লাঠিয়ালদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দ্বীপ্রয়। বুক ও পেটে ছুরিকাঘাতে আহত দ্বীপ্রয়কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জের ধরে ছুরিকাঘাত করা হয়েছে এমন অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের আটকে আইনি অভিযান অব্যাহত রয়েছে।
Related News

তাহিরপুরে পর্যটন স্পটে নৌকায় করে বিদেশি মদ বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রিRead More

ছাতকে জালিয়াতি করে হাওরে বাঁধের টাকা তোলার অভিযোগ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুই ব্যক্তির নাম ও স্বাক্ষরRead More
Comments are Closed