Main Menu

গোলাপগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার (২২মার্চ) দুপুরে উপজেলার হেতিমগঞ্জ বাজার ও গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন।

জানা যায়, এই অভিযানে উপজেলার হেতিমগঞ্জ বাজারের সুরমা রোডের আলো শাপলা ফর্টিফাইড ওয়েল কোম্পানীকে ৩ লক্ষ টাকা ও গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ির গার্ডেন ফুডসকে আরো ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। এমন অভিযান ভবিষ্যতেও চলামন থাকবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed