জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থী সামির মুক্তির দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর বিএনপির এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় সাজ্জাদুর রহমান সামির (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়। গত মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উক্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে উপজেলার সর্বস্তরের জনগন এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে প্রবেশ করে। এসময় স্কুল শিক্ষার্থী সামিকে আগামী ঈদুল ফিতরের আগে মুক্তির আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাহফুজুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- এম এ কয়েস, মোঃ আব্দুল ওয়াহাব, শেখ মোঃ ফজর আলী, মাওলানা মতিউর রহমান, শিক্ষক বিজয় কান্তি দাস, মোঃ সুয়েদ আহমদ, রিপন মিয়া, দিনেশ দাশ, মোঃ আব্দুল কাহার, মোঃ আব্দুল আলীম, মোঃ নেওয়াজ, মোঃ জুয়েল মিয়া, আব্দুস শাহীদ, মোঃ নাজিম।
বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মোঃ শাহীনুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামি একজন নিষ্পাপ ও ভদ্র নম্র প্রকৃতির ছেলে। সম্প্রতি যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। পুরনো অস্ত্র গরু জবাই করার চুরি সামনে এনে তাকে ফাসানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করে বলেন, এভাবে একটি ছেলেকে কলঙ্কিত করা হয়েছে। বক্তারা তার জীবনটাকে কলুষিত না করার আহবান জানিয়ে বলেন, সঠিকভাবে তদন্ত করে আগামী ঈদুল ফিতরের আগে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি
Related News

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮Read More

ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্যRead More
Comments are Closed