Main Menu

সুনামগঞ্জে নির্মাণাধীন আবাসিক হোটেলের পাঁচতলা থেকে পড়ে শ্রমিক নিহত

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে নির্মাণাধীন একটি পাচঁতলা ভবন থেকে পড়ে গিয়ে মনোয়ার হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন পানসী রেস্তোরার উপরে নতুন করে পাঁচতলা ভবন নির্মাণ কাজ চলমান অবস্থায় কর্মরত শ্রমিক নিচে পড়ে গিয়ে নিহত হন।

নিহত মনোয়ার হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের বাহ্মণগাঁও গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় শহরবাসীর জানান, সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পানসি রেন্তোরা ভবনের উপর একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। সেখানে কর্মরত অবস্থায় পাঁচতলা ভবনের এক পাশে বৃহস্পতিবার বাঁশের আঁড় ভেঙ্গে গেলে শ্রমিক মনোয়ার নিচে পড়ে যান।
এরপর আহত অবস্থায় অন্য শ্রমিকরা মনোয়ারকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ার হোসেনের মা সদর উপজেলার ব্রাম্মণগাঁওর বাসিন্দা হালেমা বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মনোয়ার। দুপুরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, নিহত ওই শ্রমিকের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবন নির্মাণ কাজের দায়িত্বশীল ঠিকাদার ও ভবন মালিক শ্রমিকের নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত না করার কারণে পবিত্র রমজান মাসের দুপুরের তপ্ত রোদে শ্রমিক মনোয়ার মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিমার্ণাধানীন ওই ভবন নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না তার তদন্ত দাবি করেন নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় পানসী রেস্তোরার উপর ৫তলা আবাসিক হোটেল নির্মাণ কাজ করাচ্ছিলেন পতিত আওয়ামী সরকারের সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের শ্যালক ও আওয়ামী সরকারের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহানা রব্বানীর সহোদর অ্যাডভোকেট শামসুল আবেদীন।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট শামসুল আবেদীন শ্রমিক নিহতের ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় রেস্তোরাটি ভাড়া দেয়া হয়েছে সেটি ও রেস্তোরায় উপরে যে আবাসিক হোটেল নির্মাণ করা হচ্ছে সেটি আমাদের পারিবারীক সম্পক্তি, ঠিকাদারের গাফিলতির কারনেই হয়ত আড় ভেঙ্গে পড়ে গিয়ে ওই শ্রমিক নিহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed