Main Menu

রবিবার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের ডাক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে আগামীকাল রবিবার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) হবিগঞ্জ প্রেসক্লাবে এক পরামর্শ সভায় ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের আহ্বায়ক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল হুদার সঞ্চালনায় ওই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার যে পায়তারা চলছে তা কোনোভাবেই জেলার ২৫ লাখ মানুষ মেনে নেবেন না। জনস্বার্থ বিরোধী চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানানো হয়েছে। কিন্তু সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমানের একরোখামিতে মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে। তিনি দফায় দফায় মিটিং ডেকে অযৌক্তিক ও এক তরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার পায়তারা করছেন। এর প্রতিবাদে রবিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিসের আহবায়ক এডভোকেট সারোয়ার শামীম, সাংবাদিক শোয়েব চৌধুরী, অধ্যক্ষ এনামুল হক, মহিব উদ্দিন আহমদ, যুবদল আহবায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জাসদ নেতা গোলাম সারোয়ার, ছাত্র সমন্বয়ক আরিফ তালুকদার, নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি সারাজ মিয়া, মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসলিমুল রিয়াজ প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed