Main Menu

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাওনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

Share





Related News

Comments are Closed