Main Menu

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি রবিন, সাধারণ সম্পাদক শুভ

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৪-২৫) অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

ফলাফল ঘোষণাকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এসহাক মিয়া, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সৈয়দ মুজতবা আলীর হলের প্রভোস্ট মোহাম্মদ সেলিম, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচিত কমিটির দায়িত্বশীল অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তারা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed