ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালান জব্দ, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪ টি স্বর্ণের পেষ্টের চাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ(২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিন এর ছেলে আফতাবউদ্দিন(৩৬)। আটককৃতরা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই নজরদারি বৃদ্ধি করে। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা দুজন যাত্রী কাস্টমস অতিক্রম করে কনকোর্স হল থেকে সন্দেহভাজন মনে করে আটক করে পরে যৌথভাবে তল্লাশি চালায়। তল্লাশি করার পর তাদের কাছ থেকে স্বর্নের বারগুলো আটক করতে সক্ষম হন তারা। এসময় ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। পাশাপাশি ৪টি স্বর্ণের পেস্টও জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে সতেরো কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, আজ সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।
Related News

জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তিRead More

বিশ্বনাথে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়Read More
Comments are Closed